আর কি আসবে সেই দিন?
যেখানে বন্ধু মোরা ছিলাম একসাথে,
কতো কথা,গান আর আড্ডা।
আর কি আসবে সেইদিন?
কেহ নাই আজ গেছে চলে দুরে দুরে,
সময়ের তালে যেনো
হারিয়ে গেলো সব
সেই জমানো আড্ডা আর দেখা হয় না।
সময় তুমি বড় নিষ্ঠুর,
কেমন করে যাও চলে
অদ্ভুত তোমার গতি!
শুধু যাও রেখে অতীত স্মৃতি।
আফসোস সেই দিন,
স্মৃতিতে রেখেছি গেঁথে দিনের পর দিন।
Comments
Post a Comment