তুমি কি আকাশ দেখেছো?

 তুমি কি আকাশ দেখেছো?

শূন্যতায় দাঁড়িয়ে থাকা অসীম নীল আকাশ।
যেখানে বিচরন করে কোন এক ভালোলাগা শঙ্খচীল।
কিংবা আকাশের মত অসীম কোন মনের অধিকারী কেউ?
তুমি কি রাতের তারাভরা আকাশ দেখেছো?
যার মায়াজালে নিজেকে জড়িয়ে নতুন করে স্বপ্নের মিছিলে হারিয়ে যাবে কোন অজানায়।
কিংবা রাতের আকাশের নিচে কোন এক বেদনাবিদূর মুহূর্ত..?
যেখানে কোন বেদনা কাতর মানুষের রাতে গোমরে ওঠা কান্না?
হয়তো কান্না দেখোনি, কারন তুমি কান্নার মানেই হয়তো এখন জানো না।
আর সাগর? সাগরের গভীরের রহস্যের কোন কিছু বোধগম্য হয় তোমার?
হয়তো না, তাইতো এখনও মনের রহস্যটাই বুঝনি।
শুননি কখনো কারও গর্জে ওঠা মনের আবেগ অভিমান?
তুমি কি প্রকৃতি দেখেছো? কিংবা
প্রকৃতির সবুজ শ্যামলিমায় বনলতা হয়ে থাকা কোন একজন।
সবুজের বুক চিরে বয়ে চলা আঁকাবাঁকা কোন নদী।
যেখানে কোন এক সকালে তরী বেয়ে চলে যাবে নির্জন সীমানায়...
যেখানে থাকবে না কোন পিছুটান, কোন না পাওয়া আশা আর কোন হাহাকার।
তুমি ভালোবাসা দেখেছো? যে ভালবাসায় রয়েছে আত্মতৃপ্তি আর পবিত্রতার স্বাদ।
কিংবা ভালোবাসা নামক কোন এক সর্গসুখে ভালবাসাকে ফিরে পাওয়ার আশ্বাস...?
যদি এসব পেয়ে থাকো তাহলে তুমি পেয়েছো পূর্ণতার স্বাদ।

Comments