তোমাকে পড়ে মনে
একা একা নির্জনে নিরবে আছি বসে,
বারবার তোর কথা পড়ে এই মনে।
রুপবতি তোর ছবি দু'নয়নে ভাসে,
মধুময় তোর হাসি কর্ণদ্বয় শুনে।
নিঃসঙ্গ এ জীবন প্রিয়া তোর বিহনে,
এ হৃদয়,মন তোকে কতো ভালোবাসে।
তোর নাম,তোর স্মৃতি হৃদয় বন্ধনে,
তোকে ছাড়া জীবন মোর পুড়ে নিঃশ্বাসে।
দেখিতে দেখিতে যায় সময় পেরিয়ে,
পাবো কি তোর ভালোবাসা এই জগতে?
যেও না আমায় ছেড়ে দূর লোকালয়ে,
চায় না আমার জীবন তোকে হারাতে।
আপন করে নে আমায় তোর হৃদয়ে,
চাই তোকে একসাথে জীবনের পথে।
Comments
Post a Comment