আকাশের উদারতায় নীল আছে
বাতাসের বুকে আজো সুর আছেখোলা প্রান্তরে শ্যাম-সুষমা ভরা গাছে
ডাকিছে কোকিল আজো!
দখিনা বাতাস রয়েছে আজো
খোলা বাতায়ন প'রে,
বাতাবি লেবুর ফুলের গন্ধে
আজো আঙ্গিনা ভরে।
দোয়েল এখনও ডাকিছে হেথা নারিকেল শাখে,
ভ্রমর এখনও আম্র মুকুলে
পরাগ সুরভী মাখে।
শিমুল-পলাশ-অশোক এখনো
আগুনের ঢেউ তোলে,
আমার বসন্তে সবকিছু আছে তোমার বসন্তে যা দেখেছিলে।
তাইতো নিভৃতে আমি
শত বছর পরে
প্রতিদান নয়,অনুরাগটুকু পাঠালাম তোমার তরে।
Comments
Post a Comment