মনের ভেতর যাচনা লুকিয়ে ভরা ক্ষান্ত মনে লিখেছি এই বার্তা।
আজ হয়তো শেষ আর হবে না কথা।
বহু তর্কে-বিতর্কে যদি ভুল রয়ে,
ক্ষমা করে দিস এ মিনতি তোমায়ে।
ইচ্ছে ঘুড়ি ছিল অনেক দুর,
বন্ধু হয়ে থাকবো মোরা আজীবনভর।
সব ছাপিয়ে সুতোর বাধন কেটে দুর আকাশ পানে চলল ইচ্ছে ঘুড়ি,
চেয়ে থাকি অবলীলায় ধরনীর মাঝে আমি বড়ই সুখী!
Comments
Post a Comment