যাচ্ছি চলে

 যাচ্ছি চলে

চলে যাচ্ছি,যাচ্ছি চলে!
হয়তো আর হবে না দেখা,
হবে না কোনো কথা।
গায়ে কী শিহরণ
বলিতে বলিতে লাগে ব্যথা
যাচ্ছি চলে!
অনেক দূর,বহুদূর
আর আসবো না ফিরে
পাবে না আমায়!
এই যাওয়া শেষ যাওয়া
আর হবে না ফিরা
স্বপ্ন অবাস্তব আর কল্পনার দুনিয়া।
মিছে সব লালিত রেখেছিলাম বাধিয়া।
পিছনে থাকানোর নেই ফুরসুত
অতীত গ্লানি মুছে যাচ্ছি চিরতরে
আজ হয়তো কাল,
যাবো চলে পৃথিবী ছেড়ে
যাবো হারিয়ে উদাও হয়ে
বিদায় তোমাকে

Comments