বলতে পারো

 বলতে পারো,

কতটা মায়াবী হলে তোমার চোখে আমায় দেখতে পাবো?
বলতে পারো,
কতটা শীতল হলে আমি তোমার বরফগলা নদী হবো?
বলতে পারো তুমি?
আর কতটা ব্যাকুল হয়ে ডাকলে তুমি আমার হৃদয় রাঙ্গিয়ে দেবে?
আর কতটা,...,
নির্ঘুম রাত কাটালে তুমি ভোর হয়ে আমায় ছুয়ে যাবে?
বলতে পারো আমায় আর কতটা কবিতা লিখলে তুমি আমার কবি হবে?
আমি আর কতটা একা হলে তুমি আমার সাথী হবে?
বলতে পারো তুমি?
কতটা আবেগ তোমাকে দিলে তুমি আমায় নিয়ে স্বপ্ন দেখবে.?
আমি আর কতটা ভালবাসলে তুমি আমায় ভালবাসবে?

Comments