নেই তন্দ্রা,আমি নিদ্রাহীন।
আমি জেগে,আছি জেগে তোমারপ্রতিক্ষায়।
তুমি আসবে,আমায় বাসবে ভালো।
শত আশা,স্বপনে বেধেছি,
অন্তর মাঝে হৃদয়ে তোকে।
ভালোবাসি ভালোবাসি শুধু
তোমাকে।
কেনো ন' জানি গেলে চলে,
নিস্তব্দ আমায় একলা করে।
তুমিহীনা দিশেহারা,পথহারা।
জীবন পানে কালো আচ্ছন্ন।
তবু না আশাহীন,
প্রতিক্ষার প্রহর গুনে,
তুমি আসবে,আমায় বাসবে ভালো।
দিন কাটে,রাত যায়।
তবু ক্লান্তিময় নিদ্রাহীন তোমার
আশায়।
Comments
Post a Comment