সম্পর্ক

 কিছু কিছু সম্পর্ক এমন হয়,

যেখানে কোন স্পর্শের দরকার হয়না।

কাউকে দেখার দরকার হয়না,

কোন চাওয়া পাওয়া থাকেনা,

কিংবা কোন স্বার্থ খোঁজেনা,

তারপরও অনেক মায়া হয়ে যায়। দুজন দুজনের মায়াময় চাহনি, ভালোবাসার আদান-প্রদান এভাবেই গড়ে উঠে একটা মায়ারাজ্য।

Comments