অবাক পৃথিবী তাকিয়ে রয়,
মানবতা যে আজ উল্লাসময়।সারাবিশ্বে আজ ধ্বংসের রাসলিলা,
এ যেন চলছে সত্য চাপা দেওয়ার খেলা।
মানবতা আজ হায়েনাদের বিষাক্ত ছোবল,
সবলের কাছে আজ অসহায় দূ্র্বল।
মানবতা আজ দেয়ালে লেগে থাকা পিঠ,
হায়েনারা আজ মজলুমের কংক্রিট।
দেশে দেশে আজ চাপাকান্নার রোল বয়,
ছোট্ট শিশুটিও তাতে সংযুক্ত হয়।
আসবে না কি সাম্যের সেই সে সূর?
উড়ে চলে মানবতাহীন রক্তাত্ব ফানুস,
জানি হবে একদিন সব বিনাশ,
ধ্বংস হবে হায়েনাদের সব ত্রাস।
ছুড়ে ফেলে নাশকতা পঙ্কিল পৃথিবী হবে নির্মল,
জানি দূ্র্বলের আবেদন হবে সফল।
বিশ্বে একদিন হবে মানবতারই জয়,
মানবজীবন হবে সার্থক, নিরাপত্তাময়।
Comments
Post a Comment