মা

 মায়ের মমতা,

যায় না ভুলা।
কতো আদর,স্নেহে করিয়াছে বড়,
হে মমতাময়ী মা।
মা আমার মা তুমি সবার সেরা। দশ
মাস দশ দিন রাখিয়া পেঠে,
হাজারো কষ্টে মা না যায় ফেলে।
শত দুঃখ কষ্টে থাকে পাশে মা, যায়
চলে,যায় সবে তোমায় রাখিয়া। তবু
মা না যায় তোমায় ফেলিয়া।
তুলনা নাই তাঁর কারো সনে, দিও
না কষ্ট তাঁকে কোনো কারণে।
তোমার বিনে এক ফুটো জল
মাটিতে লুঠে, ক্ষয় হবে তোমার জীবন
জগত সংসারে। মা আমার
মা তুমি সবার সেরা। িবফলে যায়
না মায়ের দোয়া, পাবে তুমি সবই,
করো তাঁর সেবা। সেই বীর,সেই
সেরা,
রহিয়াছে যার মায়ের ভালোবাসা।
কারো সাথে তাঁর হয়না তুলনা,
মা আমার মা তুমি সবার সেরা।

Comments