একটুকরো সুখের তরে জীবন বিলিয়ে দিলাম,
জীবনের প্রতিটা প্রহর আমি সুখ খুজিয়াছিলাম।কত অজানা বন্দর, অচেনা প্রান্তর করিলাম বিচরন
পাওয়া হয়নি কোন সুখের সন্ধিক্ষন।
কতরাত, কতটা প্রহর অপেক্ষায় কাটিয়েছি নির্ঘুম,
কত যে চাহিয়াছি পথে প্রান্তরে, কত কাটিয়েছি বেলা।
আজও অবেলায় চেয়ে চেয়ে ক্লান্ত হয়েছি,
মনের আকাশে আজ মেঘ জমেছে
এক পশলা বৃষ্টি হবে কি এবেলা..?
খরতা, শূন্যতায় ভরে গেছে জীবন,
আমি তৃষিত চাতকের মত চেয়ে রই আকাশ পানে,
বৃষ্টি আসবে কি তার অপেক্ষায়।
মনে তবু আশা অপেক্ষার শেষ প্রহরেও এসে
কোন এক অজানা পথে সুখের খুজে চলে যাবো,
অচেনা পথযাত্রী হয়ে।
হয়তো চাইলেও সেদিন পারবো না
আর নিজেরে আটকাতে এ তীরে..
আমি যে আমি নই, আমি...
একটা মায়ার বাধনে আটকে থাকা কোন সময়।
যে সময় হয়তো স্বপ্নের জাল বুনে কোন এক অপেক্ষার শেষ প্রহরে।
অপেক্ষা.. বড়ই বাস্তব, বড়ই তিতা, হয়তো কখনো মধুর।
তারপর ও আমি যে অপেক্ষার স্বপ্নে বিভোর।
Comments
Post a Comment