মায়া

 শূন্যে যে বেধেছি ঘর শুন্যই যার চরাচর,

সদা সেথায় আশা আর ফিরে চলার আয়োজন।
কোন সে অসীম আশায় বুনি,
মায়াজাল আর শূন্য ঘর।
ডুবে মরি অসীম শুন্যতায়,
মেতেছি হায় সীমাহীনতার খেলায়।
কবে পাবো সেই পূর্ণতা..,
যেখানে সবুজের অসীম বারতা,
গ্রাম নদী মেঠোপথ আর ছায়ানীড়..
পাবো কি কোন অজানা নদীর তীর।
আমার চলাপথ আজ অচেনা হয়ে গেছে,
আশা নিরাশার দোলাচলে সে পথ আজ রুক্ষ।
কখন বৃষ্টি আসবে সজীবতায় ছেয়ে যাবে,
সেই আশায় নির্জীব ঘাসেরাও মাথা তুলে।
হয়তো আবার পায়ের তলায় পিষে যাবার প্রতীক্ষায়..
নীড়হীন পাখি ঘর খুঁজে এলোমেলো,
দিশাহারা মন শুধু নীড়ের অপেক্ষায়।
হয়তো একদিন শেষ হবে সব, ফিরে যাবো আপন ঘরে,
যেখানে রয়েছে অন্ধকার আর শুয়ে থাকার একটু স্থান;
হয়তো কোন বাঁশবাগান কিংবা কোন পুরোনো কবরস্থান।

Comments