নিঃসঙ্গতাপ্রিয়

 হুট করে আর বুকের বাম পাশে ব্যথা হয়না,

সবকিছু আজ ফিঁকে হয়ে গেছে।
সেই ভাঙ্গা আয়না, ছেড়া ডায়রি, কিছু কথা,
আর পুরানো রং পেন্সিল গুলো এখনও আছে।
নতুন কোন ছবি আঁকার অপেক্ষায় আজও দিন গুনে।
হয়তো এখন ও আয়নাটা কোন অবুজ তরুনীর হাসিমাখা মুখ দেখার স্বপ্ন বোনে।
আকাশটা এখন আর দেখা হয়না,
সূর্যটা বড্ড চোখে লাগে, আলোটা যে তীক্ষ্ণ।
প্রকৃতি বড় বেশি গুমোট, বাতাসে লাশের গন্ধ।
প্রতিদিন কষ্টের দহনে মরে যাওয়া শত শত লাশ।
আবার বেঁচে উঠে নতুন প্রত্যাশায়
সবকিছু এখন আগের মতো আছে?
তাহলে কেউ নেই, কিছু নেই, কেন মনে হয়?
হয়তো কিছু মানুষ আর স্মৃতিগুলো মরে গেছে।
জীবন হয়ে গেছে মরা নদী।
নদী! সেতো একেঁবেঁকে বয়েই যায়,
গন্তব্য জানা নাই তাও স্রোতের ধারা বহমান।
সাদা সাদা কাশফুল এখনও তার তীরে দাঁড়িয়ে আছে।
দূরে ওই কদমগাছ আকাশে স্বগর্বে মাথা উঁচু।
মেঘ ঝমবে কি আকাশে, বৃষ্টি হবে কি কদম্বে?
নাকি কষ্টের মেঘ ঝমেছে আকাশে?
কষ্টরাও হয়তো হয়ে গেছে আকাশ সমান
নাকি যতটুকু হলে আর কষ্ট হয়না ততটুকু
জীবন....! জীবন কি শুধু কষ্টের নাম?
নাকি আরও কিছু?
চাওয়া, পাওয়া আর কিছু মান অভিমান।

Comments