তুমি মাঝরাতের ঘুমহীন না লিখা কবিতা,
বইয়ের পাতায় না লিখা প্রিয় কিছু কথা।
তুমি অন্ধকারে ঝিঁঝিঁপোকার সূরলহরীর সুখ,
তুমি এলোমেলো ভাবনাতে আমার প্রিয়মুখ।
তুমি অন্ধকারে বয়েচলা মেঠোপথ,
তুমি কল্পনাবিলাসী স্বপ্নছায়াপথ।
তুমি ভোরের ঘাসে একফুঁটা শিশিরবিন্দু,
তোমায় নিয়ে পাড়ি দিবো আমি হাজারো সিন্ধু।
তুমি নীলাকাশে ভেসে থাকা সাদামেঘ,
ছুটে চলা শুভ্রতার শীতল আবেশ।
আমি তোমার তরে খালিপায়ে হেঁটে চলি বহুদূর
আঁকাবাকা মেঠোপথে ছায়াহীন রোদ্দুর।
তুমি কবিতার তুলিতে ভালোবাসার পরশ,
তোমাতেই ঘিরে রই আমি রজনী দিবস।
Comments
Post a Comment