কোন এক মন খারাপের দিনে,
কোন অলস দুপুর বেলায়বা নিরব কোন গোধুলী লগনে।
যেখানে থাকবে না কোন কোলাহল
পাখিরাও ফিরে যাবে তাদের নীড়ে,
হয়তো নীড় খুজে ফেরা কোন পাখির মত
আমিও হয়ে যাবো তখন ভবঘুরে।
সন্ধাটা বড় বিষন্ন, চাঁদটাও বড় ফ্যাঁকাসে
হয়তো বৃষ্টির আনাগোনা আশেপাশে।
সেই বৃষ্টিভেজা রাতে...,
একগুচ্ছ শিউলি ফুল হাতে নিয়ে এসে
যদি হঠাৎ তোমার দোয়ারে দাঁড়িয়ে বলি,
প্রিয় ভুলিনি তোমায়, তুমি কি ভুলেছো আমায়?
তখন কি ফিরিয়ে দেবে এই নীড়হারা আমায়?
Comments
Post a Comment