মনে পড়ে আজ পুরোনো কথা,
কত শতো স্মৃতির কথা...
কিছু ছিল তার হাসি ঝড়ানো,
কি ছিল ব্যথা।
শৈশব-কৈশোর পেরিয়ে যখন,
যৌবনে ছিলাম একা।
হঠাৎ,,,,,
মনের দুয়ারে পেলাম তোমার দেখা,,,
হাসি খুশির মাঝে কাটতেই ছিল দিন,
হঠাৎ কালবৈশাখী ঝড়ে,,,
বাজলো ব্যাথার বীন।
কত স্বপ্ন..
কত সাধনা..
বাধবো দু-জন বাসা।
বিধাতা বুঝি অলৌক্ষে আসিয়া,
কেড়ে নিল মোর আশা।
বিদায় পৃথিবী বিদায়,
মোর কি হবে না দেখা..?
এ যেন মোর হৃদয়ের ছড়ানো..
অশ্রু দিয়ে লেখা
Comments
Post a Comment